নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মিরপুর এলাকার একটি ঝুটপট্টিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই জায়গাটিকে জল্লাদ খানা বস্তিও বলা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার http://dainikamaderbangladesh.com/ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।