ভিয়েতনাম থেকে ফিরলেন প্রতারিতরা - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : কোভিড ১৯-এর প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকা পড়েছে। এরই মধ্যে অনেকে দেশেও ফিরেছেন। এর মধ্যে দালালের মাধ্যমে ভিয়েতনাম গিয়ে প্রতারণার শিকার ১০৬ বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরে এসেছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ভিয়েতনাম থেকে যাত্রীদের নিয়ে গতকাল বিকাল ৪টা ২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরে আসা মোট ১১৩ যাত্রীর মধ্যে ১০৬ জন দালালের মাধ্যমে কাজের উদ্দেশ্যে ভিয়েতনাম গিয়েছিলেন। বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় হ্যানয় থেকে গতকাল আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল

ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

About Author