বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক ; অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ২২ জুলাই পর্যন্ত সারা দেশে আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শুধু কমিউটার ট্রেন ছাড়া সব ধরনের টিকিটি অনলাইনে বিক্রি হবে।

আজ সোমবার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সাত দিনের জন্য ট্রেন চলানোর সিদ্ধান্ত নিয়েছি। লকডাউনের আগে যে ট্রেনগুলো চলাচল করত, সেগুলোই চালানোর চেষ্টা করব। মঙ্গলবার সকাল থেকে ট্রেনের টিকিটি বিক্রি করা হবে। সব টিকিটি অনলাইবে বিক্রি হবে। তবে শুধু কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টারে পাওয়া যাবে।’ ঈদকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আগামী বৃহস্পতিবার থেকে শিথিল করা হচ্ছে। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন এবং খোলা থাকবে শপিংমল ও দোকানপাট, বসবে কোরবানির হাটও। সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

About Author