পাবনার চাটমোহর নতুন বাজার নিশিপারায় সিদ্দিক স্টোর নামক মুদি দোকানে ভয়াবহ চুরি - Amader Bangladesh

প্রশাসন এর সহায়তা কামনা করছি 🙏🙏
নাইট গার্ড থাকা  সত্ত্বেও পাবনার চাটমোহর নতুন বাজার নিশিপারায়  মুদি দোকানে ভয়াবহ চুরি।, ব্যাবসায়ী নিঃস্ব 😭😭

ঘটনা সুত্রে  জানা যায় যে,চাটমোহর নতুন বাজারে সিদ্দিক ষ্টোরে এ দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।  গত ৭/৪/২২ তারিখে দোকানের মালিক  মোঃ সিদ্দিকুর রহমান, পিতাঃ মোঃ আবুল হোসেন, সাং-সাড়োরা,পোঃ চাটমোহর নতুন বাজার,, চাটমোহর নতুন বাজার  গরু হাটের পুর্বপাশে নিশিপাড়া রোডের পুর্ব পাশে দীর্ঘ ২১ বছর যাবত সততার সহিত “সিদ্দিক স্টোর ” নামে খুচরা ও পাইকারী মুদিখানা ব্যাবসা পরিচালনা করিয়া আসিতেছে । সে গত ইং ৭/০৪/২০২২ তারিখে দোকানের বেচা কেনা শেষে হিসাব নিকাশ শেষ করে রাত ১১.০০ টায় দোকান বন্ধ করে দরজার হ্যাজবল্ডে ২ টা তালা লাগিয়ে বাড়ি চলে যান।

পরের দিন অর্থাৎ গত ইং ৮/০৪/২০২২ তারিখে সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পান,দোকানের দরজার সাথে যে ২ টা তালা লাগনো ছিল তাহা নাই। পরবর্তীতে স্বাক্ষীগনের উপস্থিতিতে  দোকানের ভিতরে গিয়ে দেখতে  পান যে, দোকানের র‍্যাকে স্টককৃত নেভী সিগারেট আনুমানিক ৫০ বান্ডিল যার মুল্য ৬৩,০০০/= টাকা, গোল্ডলিফ সিগারেট আনুমানিক ৩৫ বান্ডিল যার মুল্য ৭১,০০০/= টাকা, ব্যান্সন সিগারেট আনুমানিক ৫০ বান্ডিল যার মুল্য ১,৩৫,০০০/= টাকা, এবং ক্যাশে বিক্রির জন্য সংরক্ষিত গ্রামীণ ফোনের রিচার্জ কার্ড যার আনুমানিক মুল্য ৮০,০০০/= টাকা, ক্যাশে সংরক্ষিত নগদ ২৮,০০০/= টাকা সর্বমোট ৩,৭৭,০০০/= হাজার টাকা রাত আনুমানিক ১১.৩০ ঘটিকা হইতে রাতের যে কোন সময় অজ্ঞাত নামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

অতঃপর স্থানীয় লোকজন  নাইটগার্ড মোঃ  ওম্বর আলী (৫৫)পিতা-মৃত খইরা প্রাং সাং- বৃ গুয়াখারা, থানা চাটমোহর, জেলাঃ পাবনা কি মোবাইলে ফোন করে ঘটনাস্থলে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে উক্ত কর্তব্যরত নাইটগার্ড চুরি হওয়ার বিষয়ে কিছু বলতে পারে না।
এ ব্যাপারে চাটমোহর থানায় অভিযোগ দায়ের করা হলে চাটমোহর থানা কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছেন বলে ব্যাবসায়ীকে আশ্বাস দিয়েছেন,এবং দ্রুত  চোর বা চোরেদের ধরে আইনের আওতায় আনা হবে এবং এতেকরে  থানা কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টাই করবেন বলে জানিয়েছেন,,,

About Author