দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে শরীয়তপুরের জাজিরায় - Amader Bangladesh

নুর আলম (শরীয়তপুর) : গতকাল ৮/৩/২১ইং সোমবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর বাজারে আলহাজ্ব আনাজদ্দিন খানের ছেলে আব্বাস উদ্দিনের মোদি দোকানে এ চুরির ঘটনা ঘটে।  এতে নগত ৭৫,০০০টাকা সহ প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ভুক্তভোগী আব্বাস উদ্দিনের। ভুক্তভোগী আব্বাস উদ্দিন জানান এ বাজারে চুরির ঘটনা নতুন কিছু নয়, এর আগে আমার দোকান সহ আমর বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে।

 

বাজার কমিটির সেক্রেটারি মোঃ জুলহাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাজারে সিকিউরিটি গার্ড থাকা সত্যেও বারবার চুরি হচ্ছে। আমরা এর সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার চাই।

জয়নগর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি ইগবাল খান বলেন, এই এলাকায় এমন চুরির ঘটনা অহরহ ঘটলেও বিচার পাচ্ছেনা ভুক্তভোগীরা, আমরা আসা করি চুরির মাল লুকানোর আগেই পুলিশ চোরচক্রের হোতাদের ধরতে সক্ষম হবেন।

স্থানীয়রা জানান প্রায়শই জয়নগর বাজারে চুরির ঘটনা ঘটে আসছে, এর আগেও এ বাজারে চুরির ঘটনা ঘটেছে বহুবার। চোর সনাক্ত করতে পারলেও প্রভাব খাটিয়ে তারা ঠিকই পার পেয়ে যায়। এর আগে কারা চুরি করছে তাদের নাম ঠিকানা জানতে চাইলে ভয়ে কেউ মুখ খোলেনি। স্থানীয় কয়েকজন বলেন এলাকার চিন্হিত চোরেরা খুব শক্তিশালী, তাই তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস দেখায় না।

এদিকে জাজিরা থানার উপ পরিদর্শক সাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আনুষ্ঠানিক ভাবে তিনি আমাদের  কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ জনাব আজহারুল ইসলামকে মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।

About Author