তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার : ডা. জাফরুল্লাহ - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক ; তিন দিনে ১৫ জনকে সরকার হত্যা করেছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটি স্বাধীন দেশে তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার। যার তালিকা আমার কাছে আছে। ২৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা সাধারণ মানুষ, রিকশাচালক, কৃষক। আমাদের শেষ ইচ্ছা যেন নিরাপদে মরতে পারি।’

অনুষ্ঠানে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সরকার সত্য লুকানোর চেষ্টা করছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করা হচ্ছে। এসব ভাস্কর্যের সঙ্গে যদি সিরাজুল আলম খান, আবদুর রব, তাজউদ্দীন আহমদের ছবি থাকত, তবে কারও বুকে সাহস হতো না বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা।’

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আ স ম আবদুর রব। তিনি বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি তৌফিকউজ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, সাবেক ছাত্রনেতা সামসুল আলম, আনিসুর রহমান প্রমুখ।

About Author