ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আসছে শৈত্যপ্রবাহ - Amader Bangladesh

পৌষ মাস শেষ হতে চললেও এ বছর শীতের দেখা নেই। নাগরিক জীবন থেকে শুরু করে গ্রামীণ জীবনেও শীতের দীনতা দেখা যাচ্ছে। তবে, এবার বুঝি শীত তার অভিমান ভাঙবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাত থেকেই রাজধানীতে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর এর প্রভাবে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।

মহানগর ডেস্ক : মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া অফিস জানায়, আজ রাতেই দেশের কিছু এলাকা বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, যশোরের দিকে বৃষ্টি শুরু হতে পারে। রাতে তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এছাড়াও আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই অবস্থা বিরাজ করতে পারে। আর এই কয়েকদিন বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে।

এছাড়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ মঙ্গলবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বরাবরের মতো ছিল কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কিছুটা বেশি।

About Author