ট্রেনে চেপে এলো গরু ছাগল - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে ঢাকায় এক হাজার গরু-ছাগল আনা হয়েছে। রেলের পূর্বাঞ্চল জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুটি ট্রেন এবং পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকায় এসেছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।

রেল মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ক্যাটল স্পেশাল প্রথম ট্রেনটি প্রতি ওয়াগনে ১৬টি করে মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা ২টায় রওনা হয়। পরে এটি ইসলামপুর বাজার হয়ে ঢাকা পৌঁছে বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে।

ক্যাটল স্পেশাল দ্বিতীয় ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার থেকে ১৮টি ওয়াগনে ১৬টি করে ২৮৮টি গরু, ইসলামপুর বাজার থেকে সাতটি ওয়াগনে ১১২টি গরুসহ মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে ঢাকায় পৌঁছে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায়। এ দুটি ট্রেনে মোট গরু আসে ৮০০টি এবং ভাড়া আদায় হয় মোট ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা।

এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বড়ালব্রিজ থেকে মোট ৩৬টি গরু ও ১৬০টি ছাগল নিয়ে বুধবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়ে ঢাকা স্টেশনে পৌঁছে বৃহস্পতিবার সকাল ৭টায়। এ ট্রেন থেকে মোট ভাড়া আদায় হয় ৪২ হাজার ১২০ টাকা।

 

About Author