জীবননগরে দু’পক্ষের সংঘর্ষ চার নারীসহ ৮ জন আহত পাল্টাপাল্টি হামলা - Amader Bangladesh

জাহিদ হাসান,জীবননগর(চুয়াডাঙ্গা):- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় দোকান ভাড়া দেয়ার ঘটনায় সৃষ্ট
বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায়
উভয়পক্ষের চার নারীসহ আটজন আহত হয়েছেন। আহতদের জীবননগর হাসপাতালে ভর্তি
করা হয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যায় সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানায়
পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী সুত্র জানায়,জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারপাড়ার মৃত
মোল্যা আব্দুর রাজ্জাকের ছেলে মোল্যা জালাল উদ্দিন তার বসত বাড়ীর ভবনের
সাথে থাকা দোকান ঘর গত আট বছর আগে প্রতি মাসে ৮০০ টাকা চুক্তিতে তার আপন
ভাই আলাউদ্দিনকে ভাড়ায় দেয়। কিন্তু আলাউদ্দিন গত এক বছর ধরে ভাড়া পরিশোধ
না করায় দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে
বিবাদমান বিষয়টি নিয়ে আন্দুলবাড়ীয়া বাজার কমিটি সালিস বৈঠকে বসে। কিন্তু
সালিস বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে আলাউদ্দিন।

মোল্যা জালাল উদ্দিন বলেন,আমার ভাই আলাউদ্দিন ও তার দু’ছেলে হালিম এবং
খালিদ আমাকে এক বছর ধরে ভাড়া পরিশোধ না করায় আমি বিষয়টি স্থানীয় ভাবে
সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ করি। কিন্তু তারা
থানা-পুলিশও অমান্য করে। এক পর্যায়ে আমি বিষয়টি শান্তিপুর্ণ সমাধানের
জন্য ইউএনও বরাবর লিখিত অভিযোগ করি। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সালিস
বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে সালিস অনুষ্ঠিত না হওয়ায় আমরা
বাড়ীতে ফিরে যায়। পরে তারা লোকজন নিয়ে আমাদের বাড়ী ঘরে হামলা চালিয়ে
আমাকে,আমার স্ত্রী রোকেয়া,ভার্সিটি পড়ুয়া মেয়ে লাকী ও ছেলে রাজিবকে আহত
করে। ঘরের আসবাবপত্র তছনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং আমার ঘরে থাকা
নগদ টাকা পয়সা ও স্ত্রী রোকেয়া ও কন্যা লাকীর গলায় থাকা সোনার চেইন ছিড়ে
নিয়ে যায়। প্রতিবেশীরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত মোল্যা আলাউদ্দিন বলেন,আমার বড় ভাই মোল্যা জালাল উদ্দিন বাড়ীর
জমির সঠিক হিস্যা আমাকে না দিয়ে তিনি সামনের পজিশন দখল করে দীর্ঘ ভোগ দখল
করে আসছেন। বিরোধপুর্ণ জমি মাপজোঁকের প্রস্তাব দিলেও তিনি মানছে না।
আবার উল্টা আমাদের বিরুদ্ধে ইউএনও অফিসে কেস করে হয়রানি করছেন। বুধবার
সন্ধ্যার দিকে দফায় দফায় তারা আমাদের ওপর হামলা করে আমার স্ত্রী হালিমা
বেগম,ছেলে খালিদ,হালিম ও মেয়ে খুশিকে জখম করে। আমরা তাদের ওপর হামলা
করিনি বরং তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন,মোল্যা আলাউদ্দিন ও মোল্যা জালাল
উদ্দিনের মধ্যে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে
কেন্দ্র করে মোল্যা আলাউদ্দিন ও মোল্যা জালাল উদ্দিনের পরিবারের মধ্যে
বুধবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের নারীসহ আটজন আহত
হয়েছেন। আহতদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার বলেন,ঘটনার
পর পরই আমি হাসপাতালে গিয়ে আহতদের ব্যাপারে খোঁজখবর নিয়েছি। ঘটনার
ব্যাপারে উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জেনেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে দু’পক্ষই
লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। পরিস্থিতি শান্ত
আছেন।

About Author