সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। মৃত সাদ্দাম ভোগডাঙ্গা ইউনিয়নের হাজিরহাট গ্রামের আবুল হোসেনের ছেলে।

বুধবার (২০ মে) দুপুরে  নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান জানান, রাতে বাবা-মায়ের সঙ্গে সেহেরি খেয়ে ঘুমি‌য়ে পরে সাদ্দাম। বুধবার সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করায় তিনি না উঠলে ঘরের দরজা ভেঙ্গে  দেখেন তার মরদেহ রশিতে ঝুলছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ছয় মাস আগে পারিবারিক ভাবে সাদ্দামের বিয়ে হয়। দুই মাস পর তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এ কারণেই মান‌সিক ভা‌বে বিপর্যস্ত থাকায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন ব‌লে প্রাথ‌মিকভাবে ধারণা করা হ‌চ্ছে বলে জানান তিনি ।