উপজেলা নির্বাচনে নৌকার ঘোরবিরুোধীতা করা নজরুল এবার নৌকার টিকেট চাইলেন ইউ/পি নির্বাচনে - Amader Bangladesh

গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট) :  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সারাদেশের ন্যায় ৬ষ্ট ধাপে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর ধারাবাহিকতা গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নৌকার টিকেট চাচ্ছেন সাবেক উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী জনাব সোহেল আহমদ, সাবেক চেয়ারম্যান জনাব আবুল কাশেম (আনোয়ার শাহাদাত) গত উপজেলা নির্বাচনে নৌকার ঘোর বিরোধী তা করা সেই আলোচিত ব্যাক্তি নজরুল ইসলাম।

জানা যায় নজরুল ইসলাম গোয়াইনঘাট উপজেলার দীর্ঘদিন থেকে সেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। গত উপজেলা নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার নৌকার মাঝি নির্বাচিত হয়েছেন , গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল।

নৌকার বিজয় নিচ্ছিত জেনে নজরুল ৫ নং পূর্ব আলীর গাঁও ইউনিয়নের মাঠে মাঠে ঘোরে আর বিদ্রোহী প্রার্থীর পক্ষে ঘোড়া মার্কার ভোট চায় প্রকাশ্য। এবং ছাত্রলীগ কে নৌকার পক্ষেই কাজ না করার জন্য বাধা দেয় নজরুল ইসলাম। এদিকে জননেত্রী শেখ হাসিনার অবধান মুজিব বর্ষ উপলক্ষে ঘর দেওয়া হয়েছে নজরুলের বিরুদ্ধে এসব ঘর আত্মসাৎ এবং দূর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। গত ২০ ডিসেম্বর গোয়াইনঘাট উপজেলা হল রুমে বর্ধিত সভায়, নৌকার টিকেট চেয়ে বসলো জনাব নজরুল ইসলাম, শুরু হলো আনাগোনা, এই তো নৌকার বিরোধীতা করে, সে কেনো নৌকার মাঝি হবে। উপজেলা জেলার নেতৃবৃন্দ বৃন্দের কাছে ০৫ নং পূর্ব আলীর গাঁও আওয়ামী অঙ্গ সংগঠন বাসীর দাবী এই নজরুল কে নৌকা দিলে তারা নৌকার পক্ষে কাজ করবে না, নজরুলের ভিতরে বঙ্গবন্ধুর কোনো আদর্শ নেই, গত উপজেলায় নৌকা বিরুোধী করের একক ভাবে মোটরসাইকেল মার্কার কাজ করে গেছে নজরুল ইসলাম।।

About Author