অপহৃত স্কুলছাত্রী এক মাস পর উদ্ধার - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক,বগুড়া :বগুড়ার ধুনট উপজেলায় অপহরণ হওয়া এক স্কুলছাত্রীকে (১৪) প্রায় এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নীলফামারী জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত কিশোরী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং গোসাইবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। প্রেমে সাড়া না দেওয়ায় গত ২৮ মে বিকেলে শাকিল আকন্দ (২১) নামের এক যুবক ওই স্কুলছাত্রীকে অপহরণ করেছিলেন বলে তার বাবার অভিযোগ।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চল্লিশপাড়া গ্রামের আল-আমিনের ছেলে শাকিল আকন্দ দীর্ঘদিন ধরে স্কুলছাত্রী রুপা বালাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তাতে সাড়া না দিলে স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকের শাকিল। ফলে স্কুলছাত্রীর বাবা বিষয়টি নিয়ে শাকিলের বাবার কাছে বিচারপ্রার্থী হন। এতে ওই স্কুলছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন শাকিল। একপর্যায়ে ২৮ মে বিকেলে বাড়ির পাশের রাস্তা থেকে শাকিল ও তার সহযোগী সুজন ওই স্কুলছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১ জুন শাকিল আকন্দসহ আট জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, ‘বৃহস্পতিবার বগুড়া আদালতে স্কুলছাত্রী রুপা বালার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

About Author