‘অনৈতিক কাজে জড়িত’ থাকায় যুব মহিলা লীগের ৩ নেত্রীকে বহিষ্কার - Amader Bangladesh

নিজস্ব প্রতিবেদক : অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে দিনাজপুরের যুব মহিলা লীগের তিন নেত্রীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার তাদের বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা।

বহিষ্কৃতরা হলেন, দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকি, বিরামপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবা।

ছবি সিনহা বলেন, তাদের বিরুদ্ধে সংগঠন পরিপন্থি কাজের অভিযোগ রয়েছে।তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।এমন অভিযোগ নিশ্চিত হওয়ার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচরে আনলে কেন্দ্রের নির্দেশে ১৫ মার্চ তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে, সোমবার বিকেলে দিনাজপুর প্রেস ক্লাবে বহিষ্কৃত বাবলী আক্তার পিংকি এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে বলেন, তিনি গত বছরের ৮ অক্টোবর ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বাবলী আক্তার পিংকি বলেন, এতদিন পর বহিষ্কারের ঘটনাটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। তবে অপর দুই নেত্রীর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

About Author