27/11/2020

Amader Bangladesh

জাতীয়

লকডাউনে পড়াশোনায় নতুন মাত্রা যোগ করলো “জুবিলীয়ান ২১” অ্যাপ

 

 

সিয়াম রহমান, ডেভেলপার, ইচ্ছে আইটি।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারাবিশ্ব যখন লকডাউনে, তখন আসতে থাকে ঘরে বসে পড়াশোনার নতুন নতুন ধারা;আর এক্ষেত্রে নতুন মাত্রা যোগ করলো “জুবিলীয়ান ২১ – দ্যা ভার্চুয়াল স্কুল” অ্যাপটি।
এই অ্যাপে ১৫টিরও বেশি সুযোগ-সুবিধা রয়েছে; যা ঘরে বসে শিক্ষার্থীদের পড়াশোনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হয়।
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ সিয়াম রহমান গত ২১শে মে ২০২০ স্বেচ্ছায় এই অ্যাপটি তৈরির উদ্যোগ গ্রহণ করে এবং ২৫শে মে ২০২০ অ্যাপটি তৈরির কাজ সম্পন্ন করে।

এই অ্যাপ দ্বারা শিক্ষার্থীরা দৈনিক পাঠ বিবরণী এবং ক্লাসে উপস্থিতির তথ্য ও বেতন আদায়ের তথ্য সংরক্ষণ, সকল শ্রেণির পাঠ্যবই PDF আকারে পাঠ ও ডাউনলোড, অনলাইন ক্লাস ও অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ, লেখা ইংরেজি শব্দ বা বাক্যকে উচ্চারণ এবং মুখ দিয়ে উচ্চারিত ইংরেজি শব্দ বা বাক্যকে লেখায় পরিণত, পি.এস.সি. এবং জে.এস.সি. ও এস.এস.সি. পরীক্ষার ফলাফল দেখা,শিক্ষা সংক্রান্ত সকল নোটিশ দেখা এবং নিজের পরিচয় গোপন রেখে বিদ্যালয় সম্পর্কিত যেকোনো অভিযোগ প্রদান করতে পারা সহ আরও অনেক সুযোগ–সুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়াও এই অ্যাপে জাতীয় সংগীত, রণ সংগীত সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে এবং অন্যন্যভাবে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য এবং শিক্ষকদের তথ্য এবং পটুয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
শিক্ষার্থীদের প্রয়োজনীয় ফিচার সমূহ হাতের মুঠোয় থাকায় খুব দ্রুত সাড়া ফেলে এই অ্যাপটি।

বর্তমানে অ্যাপটি এপিকে পিওর, গুগল ড্রাইভ, ড্রপবক্সে আপলোড করা হয়েছে। শীঘ্রই অ্যাপটি গুগল প্লে স্টোরে আসছে।

অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুনঃ

https://play.google.com/store/apps/details?id=com.jub.seeam